আমার ঠিকানা
জয়শ্রী কর


আমি গাছের শিকড় হয়ে
থাকি বিশ্ব-মাঝে
বিশ্রাম নেই মোটেও আমার
ব্যস্ত নানান কাজে।


রোজ প্রভাতে রবির আলোয়
ভুবন যখন ভাসে
পাখপাখালি নীড় ছেড়ে যায়
হারায় নীলাকাশে।


মন যে আমার শক্ত খুবই
জয় করি সব বাধা
কাজ করে যাই অবিশ্রান্ত
বাঁধন ছাড়াই বাঁধা।


ফুলকলিরা মেললে আঁখি
নাচে আমার হিয়া
গোলাপ-বেলির সুবাস পেয়ে
উঠি উচ্ছ্বসিয়া।


শূন্য গৃহে রই একাকী
আড়ালে হাঁসফাঁস
রুদ্ধ কণ্ঠে, ক্লান্ত দেহে
ফেলি দীর্ঘশ্বাস।


মনের সাথে নিত্যদিনই
লড়াই করে যাই
ধরার বুকে এই ঠিকানায়
শান্তি  খুঁজে পাই।