আকাশের শামিয়ানা
জয়শ্রী কর


টাঙানো রয়েছে সদাসর্বদা
সুবিশাল শামিয়ানা
ভাড়াও লাগে না এক কানাকড়ি
এ কথা সবার জানা।


ঝড়ঝঞ্ঝায় ঘরবাড়ি ভাঙে
প্রকৃতির এ কী খেলা
শামিয়ানা থাকে পুরো অক্ষত
তলে তারকার মেলা।


ওর তলে চলে মেঘপরিদের
অবিরাম আনাগোনা
আঁকা হয় গা'য় চিত্র পলকে
গর্জন যায় শোনা।


রামধনু রঙে রং বদলায়
গোধূলিতে রেঙে ওঠে
ক্লান্ত রাখাল সন্ধেবেলায়
ধেনু নিয়ে ফেরে গোঠে।


লক্ষ তারকা আলো ঢেলে দিয়ে
করে রাখে আলোকিত
অনন্তকাল চলছে চলবে
যদিও তা পরিমিত।


প্রাণীর জীবনে শামিয়ানা মাতা
সুরক্ষা অনিবার
বিনিময়ে দেয় জননীকে তাঁর
শুধু হাসি উপহার।


© জয়শ্রী কর