সবুজ গোলাপ দেখতে চেয়েছি অনেকদিন|
মিশে থাকে পাতার গভীরে|
নানান মাত্রার ভিড়|
উজ্জ্বল এবং অনুজ্জ্বল|
চোখের ফাঁকিতে পড়ে যায় ইচ্ছা|
অনিচ্ছারা জেগে ওঠে|
তাদেরও অস্তিত্ব প্রবল|
থেকে যায় শেষ পর্যন্ত|
মউ ফোঁটা টুপ-টুপ ঝড়ে|
পুষ্পগর্ভের মিষ্টআধার|
জমতে জমতে পথ আঠা|
গিঁট পাকায় জাইলেম-জট|
শিকড় ছাড় পায়না|
অন্ধকার বিবর্নরস জুগিয়ে যায়|
ফুটতে থাকে সবুজ গোলাপ|