অনেক দেখেছি খুঁজে
পুকুরের ঘাটে- দামাল পায়ের ঘায়ে চূর্ণ জলরাশী|
বটের ঝুড়ির মেলায়- দস্যিদের দোলনা আজ হাওয়ায় দোলে|
খুঁজেছি ভাঙা মেলার ধূলো ভরা মাঠে- দেখেছি তাকে
সখীদের সাথে দূরে মিলিয়ে যেতে| দেখেছিই শুধু, ছুঁতে
পারিনি হাত বাড়িয়ে| আমি যে অনেকটা পথ পেরিয়ে
এসেছি| সেসব পড়ে আছে দূরে অ-নে-ক পেছনে|
তাকালে দেখা যায়, ছুঁতে পারা যায় না|
শুধু সঙ্গে এনেছি - লাল চূড়ি, রেশমী ফিতে|
সময়ের গন্ধমাখা|