ভেসে আসে ছলাত্ছ্লাত্গান|
ওপারের আলো নদীর বুকে| তার
ক্ষীণ রশ্মি বুঝি এপাড় ছুঁয়েছে|
গায় জড়িয়ে রেখেছি অন্ধকার|
আমার অন্ধকার-ই ভালো|
সময়ের সাথে ঘোর লেগে আসে-
আচ্ছন্ন মন, আমি অন্ধকারাচ্ছন্ন|
বাতাসে ফিসফিসানি, ওরা কিছু
বলতে চায়| ওদের বায়বীয়, পেলব
উপস্থিতি আমার চেতনায়| রাতজাগা
পাখীর অকস্মাত্ডাাক টি-টি-টি অন্ধকারের
বুক চিরে হাহাকার হয়ে বাজে|
মাদকতা ছড়িয়ে পড়ে শিরায়-শিরায়|
পৌঁছেছি কোনো অপার্থিব জগতে|
ওগো অশরীরি সুন্দরী তুমি এসো,
আমার হাত ধরে নিয়ে চলো তোমার
দুনিয়ায়| বহু-উ-উ দূর থেকে ভেসে আসে
মেঠো ভালোবাসার সুর- গোঙানীর মতো|
আমাকে আরও আবিষ্ট করে তোলে|
হিমেল হাওয়ায় আমার শূন্য মন কেঁপে
ওঠে, তুমি উষ্ঞতা দাও! দাও!
অন্ধকারের নেশায় আম বুঁদ হয়ে গেছি|