জানালায় দুগ্গা চোখ|
অন্ধকার লেগে থাকে|
কাঁটাতারের বেড়া খাপরায়|
আলো ঝলসায় লোহা|
ঝন-ঝনানি তলোয়ার?
না কাঁটাতার? কাঁটা বেয়ে
রক্তের ফোঁটা- রক্তমানবী|
দু-চোখে নিয়ে জেগে
দুগ্গা-চোখ| মহিষাসুর আর
বুনোমোষের ভিড়ে ক্ষুরের
ধূলোঝড়| কাপটে ধরে শরীর|
ধূলোময় নিকষ বর্ণে পড়ে যায়|
ভেসে আসে হুঙ্কার|
কাঁটাতারের বেড়া|
হাতে তলোয়ার রক্তাক্ত|
কব্জীতে কঙ্কনসাজ|
(24/07/15)
Mausumi Ray Ghosh