যদি বৃষ্টি আসে পথিমধ্যে তবে কী থেমে  যাবো? পথ চলতে? তখন উড়িয়ে চলবো দ্রুততার সাথে।
বাতাসে গন্ধ নেব আম্রমঞ্জরীর!
সে অনেক আগের কথা।


একবার বৃষ্টিতে স্কুলের পথে, আমার বইগুলো
পলিথিনের থলিতে মুড়িয়ে,
বগল'দাবাতে রেখেছি  উষ্ণীয় আদরে!
সে যে কী অনুভূতি ছিলো,
প্রিয়ার চোখে না তাকালে বলা মুস্কিল!


তখন তোমার স্থিরীকৃত পদযুগল
হাতের কব্জিতে নিরুপম মুষ্টিবদ্ধ
কালোরঙের ছাতা ছিলো।


শ্বাসরুদ্ধ বাতাসের অত্যাচারিত কবলে
তোমার শক্তি ছিলো অন্ধকারময়।
তুমি নিরুপায় হয়ে আমার কাছে
একটু আশ্রয়ের করুণা করলে।
অথচ আমি নিজেই পরিশ্রান্ত!
ভিজে ভিজে চুপসিয়ে গেছি।


জামাকাপড় ভিজে শরীরেরগাঁট স্পষ্ট দেখা যাচ্ছে।তুমি হাত বাড়িয়ে দিলে কালোরঙের হাত।
আমার শরীরের সাথে ঘেঁষ দিয়ে
পথ চলতে শুরু করলে।


আমার ভিজে শরীর আর
পলিথিনে মোড়ানো বইগুলি,
এক উষ্ণীয় আদরে কালোরঙের নিচে
প্রাণে প্রাণে শিহরিত হতে লাগলো।
__________________________প্রথম প্রকাশঃ ০৪/০৪/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)
---------------------------------------------