ঐ আকাশ ঐ নীলিমা একই পৃথিবী
চন্দ্রের সাথে তারার মিতালী
এই সুন্দর পৃথিবীর মধু পূর্ণিমা
অমাবস্যার কোলে হারিয়ে যায়
আমি'ত তোমার মনের ভিতরেই বন্দী।


সকল সৌন্দর্যময় সবকিছুই তোমার
আমি মুগ্ধ হয়ে যাই তোমার এই পবিত্র
তোমার এই অসীম ভালোবাসায়।


তোমার মনের আকাশে যে তারা
সে তারার দেশের ভালোবাসা
মেঘের রাজ্যে  বিলীন হয়না
সকাল সন্ধ্যায় অবিরত উজ্জ্বল হয়ে
তোমার প্রতিটি স্পন্দনে ঝিলমিল করে।


যেথায় অমাবস্যার  ছায়া নেই
গ্রহণের কালে কোন ভয় নেই
তুমিই'তো আমার সেই রূপের সত্ত্বা।


যে রূপের সৌন্দর্যরূপ বিলীন  হয়না
শুধু হারিয়ে যায় একটি সুপ্ত প্রতিভায়
বর্ষা শরৎ হেমন্তে শীত গ্রীষ্মে বসন্তে
অথবা রংধনুর সাতটি রংয়ের ভিতর
তুমি  সেই একই রূপ।
অধীর তোমার ভালোবাসায়
তোমার মাঝে বিলীন থাকি প্রতি মুহুর্ত।


--------------------------------------------
প্রথম প্রকাশঃ ৩০/০৭/২০১৪ ইং
ইউ,এ,ই,(দুবাই)