অপরূপ সুন্দর তুমি,
সবুজের সমারোহ।
বিদেশ বিভূঁইয়ে পাইনা,
সে আনন্দ মোহ।


জীবন ক্লান্তিতে পেয়েছি তোমায়,
শান্তির চাদরে।
বটের ছায়ায়,পল্লীর মায়ায়,
বকুনি খেয়েছি মায়ের আদরে।


তোমাতে সঁপেছি প্রাণের আলোয়,
জীবনের ছবি।
তোমাতে এঁকেছি সবুজের অরণ্যে,
দীপ্তিময় রবি।


দেখেছি কত রাখাল ছেলে,
ধূলিমাখা শরীরে চলছে।
জীবনের হিসেব কষে'নাই কভু,
জন্ম থেকে জ্বলছে।


এই দেশ তোমার আমার,
প্রাণের বাঁধনে ঘিরে।
এই দেশ বিশ্বের দুয়ারে,
সৌরভে গৌরবে ফিরে।
---------------------------------------------ইউ,এ,ই (দুবাই)
০২/০৬/২০১৭ ইং