তোমাদের কাব্য দিতে পারেনা দু'মুঠো অন্ন
অথচ কী আশ্চর্য তোমরা নাকি কবি গণ্য!
নিজেই নিজের উপাধি দিয়ে দখল করছো স'বি
কেউ জাগরণের কবি!


কেউ প্রেমে মাতাল, কেউ নিরবতার,
কেউ অনুশাসনের, কেউ অনুরাগের,
কেউ চাঁদনী রাতে,কেউ অমাবস্যার,
কেউ ফেরারি,কেউ সন্ন্যাসী জীবন।


এত অনুপম শব্দেন্দ্রিয় কল্পনারস দারুণ
দুঃখিনী মায়ের করুণ'রোদন  কী বুঝন?
মানবতার চাষাবাদ নেই মগজখালি!
ভাঙ্গে হৃদয় লাঙ্গল ফলায় শুকনো'বালি!


নজরুল,রবীন্দ্র,সুকান্ত
বিবেকবোধ এখন ঘুমন্ত।
জীবনানন্দ রেখে গেছেন,
ভাবনার আকাশ সীমাহীন।


শরৎচন্দ্র মাহাত্ম্য
বনে জঙ্গলে হেঁটে হেঁটে  ক্লান্ত বুদ্ধদেব গুহ।
কী আছে তোমাদের দৌরাত্ম্য?
অথচ কী আশ্চর্য তোমরা নাকি কবি গণ্য!
---------------------------------------- সংক্ষিপ্ত, চলবে আরো সুকান্তের...


প্রথম প্রকাশঃ ২৭/০৭/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)