একটা দীর্ঘশ্বাসের করুণ নিয়তি,
কয়জনে বুঝে?  কয়জন আর উপলব্ধিতে লগ্নি হয়?
এইতো সেদিনও ছিলো চোখাচোখি,
কত শত উঁকিঝুঁকি ছিলো বুকের ভিতর।


দরজা-জানালা,বন্ধ করে হলেও
অনিয়ম চলতো, শত শর্তভঙ্গ করে!
এখন সেই অনিয়ম তোমাকে শান্তি করে,
তোমার দেহমন শীতল করে।


তোমার এই সুখকর উপলব্দিতে
নিয়মের নীতিতে
আমার বুক করাত চিরার মত
দ্বিখণ্ডিত হয় নিঃশব্দে।
---------------------------------------------
প্রথম প্রকাশঃ
আরব আমিরাত, দুবাই।
০৮/০৩/২০১৬ ইং সময় রাতঃ ০১:৪২ মিনিট।