এই সবুজের মৃত্তিকা নিষ্পত্তি দিলাম
শুধু অনড় করে রাখতে পারিনি
তোমার সবুজ ভূমি।
তোমার সবুজে রক্তের নিশান
আমাকে চেতনায় জাগিয়ে তোলে
তোমার বুকের রক্তিম গহ্বর ধরে।


কত জীবন!কত প্রেম!!কত অশ্রু!!!
কত মায়ের বুক খালি করে


শুধু অনড় করে রাখতে পারিনি
তোমার সবুজ ভূমি।
তোমার মানচিত্র এঁকে ভূবনজয়ী হয়েছে
দুর্বিষহ করুণ চিত্র আশ্চর্য।
শুধু অনড় করে রাখতে পারিনি
তোমার সবুজ ভূমি।


মুখের ম্লান হাসিটুকুও আজ আর নেই
নেই বনানীর সেই পাখপাখালি
বসন্ত আসেনা এই সবুজে
শ্রাবণের কাঁন্নায়  প্লাবিত হয় যা ছিল
শুকনো পাতার মড়মড়ানি
শুধু অনড় করে রাখতে পারিনি
তোমার সবুজ ভূমি।


তবুও তুমি থাকবে জনম জনম ধরে
ইতিহাস হয়ে রবে প্রতিটি হৃদয়ে
লুণ্ঠিত হবার ইতিহাস!!!
কলঙ্ক মাখা ইতিহাস!!!


একটি মানচিত্র এঁকে দাও
আমি স্বাক্ষর রেখে যাব
চিত্রলেখা রক্তের সম্ভার
আমি হব জীবন্ত লাশের উপর
কোনো চৌরাস্তা'র মোড়ে অগ্নিকণা


শুধু অনড় করে রাখতে পারিনি
তোমার সবুজ ভূমি।
------------------------------------------
প্রথম প্রকাশঃ ২৩/০৭/২০১৫ ইং
ইউ,এ,ই,(দুবাই)