এই বরেণ্য পৃথিবী মুক্ত বাতাসে জন্মেছি বলে
চিরসবুজ এই অরণ্য কখনওই বলেনি
আমার গুল্মলতা কিংবা দুর্দান্ত শালবৃক্ষের  
অমসৃণ শরীরে কেউ এসে চুমো খেয়েছে।


প্রয়োজনে জীবনের তাগিদে
সকলেই ছিঁড়েছে কড়াত দিয়ে
কত নরম হাতের স্পর্শ ও
আমাকে জখম করেছে নিরবে নিরবে।


আমি শরীরে শক্ত কিন্তু নিরুপায়,
আমার এই অবচেতন মনের
সবুজ রং দিয়ে যাদের শ্রেষ্ঠত্ব
অর্জিত হয়েছিলো সেদিন
আমার বুকে পোকামাকড় জন্মেছিলো
পত্র-পল্লবে রক্তিম বর্ণে
সরুতার ঝাঁঝরা ঝাঁঝরা
কোনো এক সুনিপুণ শিল্পীর হৃদয়ের
জমানো ব্যথা জেগে উঠেছিলো।


এখন এই পাতার ফাঁকে ফাঁকে সবকিছু দেখি
দেখি শ্বাস-প্রশ্বাসের দীর্ঘ এক করুণ চিৎকার
চারিদিকে উজাড় আর উজাড় কেউতো আসেনি
এই অবেলায় এই পড়ন্ত বিকেলে ঘুঘু ডাকেনি
চিরহরিৎ এই অরণ্যে বিকেলের মায়াবী ছায়াঘন।


কেউতো দেখিনি,কতদিন আর
এই শালবৃক্ষ সবুজ থাকে,
কতদিন এই প্রেম অবুঝ থাকে,কতদিন?
---------------------------------------------প্রথম প্রকাশকালঃ ১৯/০৪/২০১৭ ইং
ইউ,এ,ই,(দুবাই)