তোমাকে বুঝানোর সাধ্য আমার নেই,
তুমি নিজেই বিশ্ব জয় করতে পার!
তুমি নদী পাড়ি দাও স্রোতের বিপরীত কূলে
তোমার সাহস দেখে সন্দেহ হয়,
তুমি নিশ্চয় সাধারণ কিছু  নয়!


অতঃপরঃ
তোমাকেই লক্ষ্য করি দেখি শূন্যে কি আছে
সত্যিই শূন্যই'ত পূর্ণ!
শুধু হিসেবের ডানে-বামে হয় বলে
লক্ষ্য মাত্রা থেকে সরে যায়।
__________________________
প্রথম প্রকাশঃ ০৯/০২/২০১৫ ইং
ইউ,এ,ই,(দুবাই)