এখন আর আগের মত করে পাইনা বুকের ভিতর
ভীষণ একা একা লাগে সহস্র প্রাণের ভীড়ে
কোথাও যেন কেউ নেই চারিদিক হাহাকারে
অনাদর  আর অবহেলায়  পাষাণ, পাষাণী ও   মরে।


মানুষ হয়ে বেঁচে থাকা শক্ত ব্যাপার
পাশাপাশি থাকাথাকি শক্তিময় শান্তিদান
ভাবতেই অবাক লাগে জীবনের তাগিদে
একটি জীবনের স্বার্থে লোভ-লালসায়
হাজার মানুষের অশ্রু ঝরে লাশের মিছিলে।


তোমরা মানুষ হও মানুষের মতন
তোমরা যুদ্ধশেষে ফিরে এসে ক্লান্তি মুছো
প্রতিটি কর্মে বাক্যে চিন্তায় তোমরা ফুলের মত
সুভাষিত করে  তোলো  ধরণীতল।


আর কতগুলি প্রাণ নিঃশেষ করে তোমাদের  বুকের গভীর পূর্ণ হবে?তোমাদের হিসেব কষে দেখো,  ঋণী মহা ঋণী। জ্বালাময়ী কালরাত্রির ঘোর অভিশাপগ্রস্ত নরকেশরী নরককুণ্ড নরকগামী।
__________________________
প্রথম প্রকাশঃ ০১/০৯/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)