অশান্তির আগুন
এম,এ,মতিন।


এই শহরের কোলাহল পেরিয়ে,
রাত্রি যখন অবকাশ যাপনে ব্যস্ত।
নির্মল বাতাস তখন...
একরাশ শান্তি নিয়ে  ছড়িয়ে পড়ে।


ক্লান্ত দেহ গুলো...
সারাদিনের ক্লান্তি শেষে
একরাশ শান্তির আবেশে,
মৃত্যুশয্যার মতই থাকে।


অথচ,সবকিছুই শেষ হয়ে যাচ্ছে
ভালোবাসা তবুও স্বপ্নের মতই
ঘুমের ঘোরে মনে হয় যেন
এই শতাব্দীর সেরা জীবন।


এরপর যখন হুশ ফিরিয়ে নিতে,
মৃত্যুর আলিঙ্গনে পিষে যাচ্ছে।
হাজারো স্বপ্ন-বাজের স্বপ্ন,
কত কষ্টের ঘাম রক্তেমাখা ভস্ম।


পুড়ে পুড়ে ছাই হওয়া স্বপ্নগুলো
ধোয়াটের মত উড়ে উড়ে এসে
পরিবার পরিজনের উপর
এই প্রত্যাশা জানিয়ে দেয়


আবার আমরা ঘুরে দাঁড়াবো,
জীবনের জন্য ভালোবাসার জন্য।
একমুঠো স্বপ্ন গাঁথার জন্য ঘুরে দাঁড়াবো,
ঘুরে দাঁড়াবো স্বপ্নের রাজ্যে।


জাগরিত জনতার করাল উচ্ছ্বাসে
হত-বিহবল! ফায়ার সার্ভিসের কর্মীরা
তোমাদের সহবল, দুর্দান্ত সাপোর্টে
আর কত ভিজিয়ে যাবে অশান্তির আগুন।
---------------------------------------------


ইউ,এ,ই (দুবাই)


১৫/০৪/২০২৩ ইং