কত নিশি ভোর করেছি পাশাপাশি হেঁটে,
অন্ধকারে কিংবা চন্দ্রিমার পরশে।
জোনাকিদের ভিড়ে ঝিঁ ঝিঁ পোকাড় শব্দে,
ভাদ্র মাসের তাল পড়ার শব্দ শুনে।


নদীর মাঝ  দিয়ে চলেছি অথৈ পানি,
সাঁতরিয়ে কূলে উঠেছি।
তারপর ভিজে জামাকাপড়,
কত স্মৃতি দৃশ্যপটে চোখের জলে ভিজে।


বাস্তবতার সাথে বাঁচতে গিয়ে,
আজ হয়েছি দেশান্তর।
বন্ধু তুমি যেথায় থাকো, ভালো থেকো,
তুমি আছো জুড়ে অন্তর।
---------------------------------------------
প্রথম প্রকাশঃ০৩/০৮/২০১৪ ইং
ইউ,এ,ই,(দুবাই)