আমি নিজেই জানি আমি কতটা ভালো,
আমার চেয়ে ঢের কেউ তা  জানেনা।
আমি খারাপ নষ্ট কিংবা ডাষ্টবিনের মত,
তবুও আমি ভালোবাসা পাই আবর্জনায়।
আমি লাল শাড়ির আবরণে নিতান্তই কালো,
তবুও আমার সিঁথি রংয়ের আল্পনায়।
উচ্ছ্বাসে খোলসহীন ভদ্রতার  জামা,
আমি নিজেই টেনে টেনে খুলি।
উঁচু নিচু সবাই আসে আমার জায়গায়,
কে ভদ্র?কে সাধু?আমি তা ঢের জানি।
---------------------------------------------
প্রথম প্রকাশঃ ০২/০৩/২০১৫ ইং
ইউ,এ,ই,(দুবাই)