প্রণয়াকাঙ্ক্ষী,কাব্যের প্রতিটি পঙক্তি
হতে হয় সুখ-দুঃখের আবার কখনো
মধুময় জীবনের কাঙ্খিত রূপ।
প্রতিটি রূপের স্বাদ গন্ধ বেশ চমৎকার
কখনো কখনো খেদোক্তিতে অন্তঃকরণ
ভীষণ অসহায়!তবুও জীবন চলতে হয়।


আশ্রয়কেন্দ্র হৃদ্যস্পর্শী কোমল হতে হয়,
কারাদণ্ড বিদারক প্রাপ্ত আসামীর মত নয়।
সমুদ্রের সব জল থেকে এক ফোঁটা জল,
অতি তুচ্ছ খুবই নগন্য।অথচ কখনো কখনো
এক ফোঁটা চোখের জল, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়!
মনুষত্বের পারিবারিক সামাজিকতা দেশপ্রেম,
প্রতিটিমুহুর্তই একাগ্র থাকা চাই।
---------------------------------------------
ইউ,এ,ই (দুবাই)
রচনাকালঃ ০৯/০৫/২০১৫ ইং