এই বিষাদের অতলে ডুবেছি।
খুঁজেছি,
অনেক খুঁজেছি।
খুঁজতে খুঁজতে পেয়েছি বিষাদের অভয়ারণ্য।
এইখানে এসেছিলাম প্রাণের নিশ্বাস নিতে,
চারিদিক কী সুন্দর!সবুজরং অরণ্য শোভিত।


সাধুত্ব,সাধুগিরি।
ভোজনসভায় ব্যস্ত অথচ অনাহারী ক্লিষ্ট,
কত মানবিক সত্ত্বা ক্ষয়ে ক্ষয়ে পিষ্ট।
কৃতযুগ নির্মলে বিনাশ!
হুশ নেই আর আমাদের মানব সমাজ।
এদের কাছেপিঠে থেকে অন্তর কাঁপে,
সুশীল বাক্যে পরিশোধ করে নির্মমতার চিত্র।


অনেক খুঁজেছি।
খুঁজতে খুঁজতে পেয়েছি এই বিষাদের অভয়ারণ্য।
গভীর পথে যেতে যেতে দিক শুন্য হয়েছি...
সীমানাজ্ঞাপক অক্ষরবদ্ধ রক্তাক্ত  খড়িমাটি দিয়ে,
বুকের কাছে লিপিবদ্ধ করে রেখেছি...
ভুলে গেলে চলবেনা,
ফিরে যেন পাই সেই সীমান্তরেখা।


আজ আর ফিরে যেতে চাইনা,
চাইনা সেই সীমান্তপথ।
যেখানে সেখানে চাইনা,
বিলীন হতে চাই আকাঙ্ক্ষিত স্বপ্নের
ক্ষুধার্ত নিয়ে বাঁচতে চাই।
এই স্বপ্নময়  জীবনের অনিশ্চিত ভবিষ্যৎ
ঝড়োমেঘ জলস্রোত খরা সবকিছুই
উপলব্ধি করতে চাই।
__________________________
প্রথম প্রকাশঃ ১৯/০১/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)