তোমাদের প্রেরণায়,তোমাদের উৎসাহে
ক্ষুদ্র ক্ষুদ্র হাত গুলির মুষ্ঠি'বদ্ধতায়,
গাঁয়ের কাঁদামাটি,জলরাশিপূর্ণ
যখন জনজীবন,জলবন্দী,অতিষ্ঠ হয়ে উঠেছিলো,
তখন এক'টুকরো বাঁশের কঞ্চিও ছিলো,
সাঁকো নির্মাণের প্রাণ;
যে সাঁকো ছিলো পাড়াপড়শি'র
এপার থেকে ওপাড়ে যাওয়ার প্রথম বন্ধন!


সাঁকো নির্মাণে যাদের অক্লান্ত পরিশ্রম
যাদের শ্রমে মেধায় রাতদিন
সময় অসময় এত খাটুনি খেটেছে
তোমাদের নিখুঁত ভালোবাসার
আজ হয়তো মোড়ক উন্মোচন হয়নি!
কিন্তু তোমাদের নামটি
আজীবন লেখা থাকবে,
এই হৃদয়'বন্দরে!
__________________________
প্রথম প্রকাশঃ ১২/০৬/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)