প্রচণ্ড শীত ঘন কুয়াশায় চারিদিক আবছা অন্ধকার
শীতের দাপটে কোণঠাসা হয়ে গেছে  লোকালয়
প্রকৃতির এই বিরূপ আদিকাল হতেই নিয়মে চলছে
শুধু কেবল আমরাই নিয়মের বহির্ভূত!


সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমরা মানবজাতি!
আমরা কল্যাণকর সুপথের দিশারী
আমরাই আনিব প্রতিদিন নিত্যনতুন দিন
জয়ের নিশানা লাগাই লালের বুকে সবুজ!
অথচ বিবেকবোধ আজো আমাদের অবুজ!!


একটি জীবনের জন্য একটি অসহায় মানুষের জন্য
"একটি ছেড়া কাপড় একমুঠো অন্ন মহামূল্য!!
অথচ কী জঘন্য আমরা!!!
আমাদের চোখের সামনে দিয়ে অকাতরে অবহেলায় নিরবে নিরবে একজোড়া চোখ সহস্র চোখের আড়ালে নিষ্পেষিত হচ্ছে!!!


আসুন প্রিয় মানবতা, আমাদের চোখের পর্দা খুলি
আমাদের পুরাতন নতুন যার যা আছে, নির্বস্ত্রদের
বস্ত্রদান করি। এদের পাশে দাঁড়াই এরা আমাদেরই
আত্মীয় আমাদেরই সন্তান সর্বোপরি সৃষ্টির শ্রেষ্ঠ দান।
---------------------------------------------


(প্রচন্ড শীতের সময়ে  এই কবিতাটি লিখেছিলাম)


এখন একটু ব্যস্ততার কারণে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছি।
---------------------------------------------
রচনাকালঃ ২৮/১২/২০১৬ ইং
ইউ,এ,ই (দুবাই)