গুড়িগুড়ি বৃষ্টির শব্দে সন্ধ্যে হয়ে এলো,
দূরু দূরু বুকের কাঁপন বেড়ে গেলো।
নিশি গভীর হলো অন্ধকারময়,
তখন ও বৃষ্টি ছিলো ছন্দময়।


ঐ রাতে আকাশে চাঁদ উঠেনি,
তবে বিশ্বাস করো আমি দেখেছি।
আমার হৃদয়ের আল্পনায় তোমার চাঁদ মুখ,
রূপালঙ্কার সজ্জিত এক দীপ্তিময় প্রাণ।


চাঁদ আমি দেখেছি সহস্রবার উঠে ডুবে যায়,
কখনো সরু, কখনো অর্ধনগ্ন, কখনো গোলকপূর্ণ। কখনো প্রাচ্যজগতে, কখনো
চরম সীমায়, কখনো পাশ্চাত্যে।


চাঁদ আমি দেখেছি যৌবনের সিঁড়িতে,
আশ্চর্য ঘোর অন্ধকারে তলিয়ে যায়।
কোন গভীরে ডুবে যায় উচ্ছল হাসিতে!
কোন কাননে ফোঁটায় ফুল তারকারাজিতে!
---------------------------------------------চলবে....


প্রথম প্রকাশঃ ০৩/০১/২০১৬ ইং
ইউ,এ,ই,(দুবাই)