অঢেল প্রেমে অন্ধ হয়ে খুঁজি নিরন্তর
দূরে কোথাও কেউ নেই,বুকেরই ভিতর।।


যত দূরে থাকো তুমি চোখের সীমানা ছেড়ে
ততই দেখি আকুল প্রাণে ভাঙ্গা বুকের ঘরে।
চাঁদ থাকে ঐ দূর আকাশে তারার মিতালী ঘিরে
চাঁদের দেখা পাই আমার ভাঙ্গা কুঁড়ে ঘরে।


অঢেল প্রেমে অন্ধ হয়ে খুঁজি নিরন্তর
দূরে কোথাও কেউ নেই,বুকেরই ভিতর।।


সাগরের ঢেউগুলি স্রোতে হারিয়ে যায়
ব্যথাতে রেখে যায় শূন্য  বালুচর।
আমার চোখের জল, তুলে শত ঝড়
বুকের সীমান্তে তুমি যে আপন।


অঢেল প্রেমে অন্ধ হয়ে খুঁজি নিরন্তর
দূরে কোথাও কেউ নেই,বুকেরই ভিতর।।
---------------------------------------------
রচনাকালঃ২৮/০২/২০১৫ ইং
ইউ,এ,ই (দুবাই)