আবার যদি ফিরে আসি,
নিজের মত করে চাইব তোমাকে
চাইব তোমাকে একান্তই আপন করে
নিঃস্বার্থ প্রাণ দেখিনি এই জীবনে
কাঁদেনি কেউ মোর অনুভবে।


দিবানিশি ভালোবাসি প্রাণ লাগেনি
মায়ার জালে সাজিয়েছি হয়ে অভাগিনী
চন্দ্রের কাছে কত মিনতি রূপালী তারা হয়ে
আধো আধো জ্বলে উঠি করি মিতালী
কোনো কিছুই প্রাণে লাগেনি এই জীবনে।


আবার যদি ফিরে আসি,
বিধাতার কাছে কোনো চাওয়ার আকুতি নেই
নেই হিরে মুক্তোর অট্টালিকার সাধ
শুধু চাইব তোমাকে একান্তই নিজের করে
কী যে কষ্ট এই ক্ষণে ক্ষণে, কী যে আহাজারি
কেউ দেখেনি, কাঁদেনি কেউ মোর অনুভবে।


আবার যদি ফিরে আসি...
নিজের মত করে চাইব তোমাকে
চাইব তোমাকে একান্তই  আপন করে।
---------------------------------------
০১/০১/২০১৪ ইং
ইউ,এ,ই (দুবাই)