নিজের সনে নিজের যুদ্ধ
চলে অবিরাম।
চিত্তকে ভালোবেসে আপন আলয়ে
এখন কোন বাদশা আমি নিধিরাম।

হাল ছাড়া নৌকার পালে
খুঁজি ফিরি দুর শ্যামল কূল।
ধেঁধেঁ ওঠা ক্লান্ত চোখে
কখনো বা পাই বেঁচে ওঠার মন্ত্র-মূল।


ডানা মেলে যে পাখি উড়াল দেয় গগনে
খাবারের তরে বা আপন আশে।
সেও তো ফিরে আসে,
গোধূলি বেলায় নীড়ের টানে।
কেবলি আমি বাঁধি সুর আঁধারে।


মাঝে মাঝে শত ঝাপটায় চলি বিপরীতে
হারানো শক্তি সঞ্চারণে।
মাঝে মাঝে জ্বলে ওঠি উদগীরণে
স্পার্ক-তরঙ্গে পারি জ্বালতে।
ফেরারি এই হৃদয় চায় গুড়িয়ে দেই
সকল শোভন, কুসুম-কোমল।
কিন্তু! কেন জানি ফিরে আসি হিম হয়ে
ভেঙ্গে যাই, হয়ে যাই গুঁড়ো গুঁড়ো,
ক্ষনেক ঝাপটায় ভেসে যাই তৃণ সম।


আপনার সনে আপনার রণে,
নিত্য শেষ হয় পরাজয়ে।
কভু খুঁজে পাই মম মঙ্গল-রতন
প্রলয়ও শেষে।
প্রকৃতির ইচ্ছায় গজে ওঠা আশীর্বাদে,
ক্রমে ছেয়ে যায় তরু-পল্লবে।
একদিন সেই বনভূমি ভরে ওঠে কোলাহলে
থেমে যাওয়া যুদ্ধ আবারও জেগে উঠে নব জোয়ারে।


----------------------------------------------------------
দুপুর ১টা, ১৮/৫/২০১৯, আব্দুর রহমান লেন, জিগাতলা, ঢাকা,