ন্যায় বিচার
               মোহাম্মাদ মাসুকুজ্জামান


আমি এক দাবানল;
আমার অন্তর অগ্নিশিখা,
সময় হইলেই পাইবে মোরে, নিতে;
আছে যত হিসাব কষা।
করিনা কো পরোয়া কে তুমি শোষক; কে তুমি  ত্রাতা
জ্ঞান বলে আমি চিরন্তন,
ফিরি দুরিতে অমানিশা।
আমি কে?
আমি ন্যায় বিচার; আজ্ঞাবহ ধরিত্রি পিতা।