কিছু ভুল
              এম এ মাসুদ রানা

আমি মাঝে মাঝে কিছু বিচ্যুতি করে ফেলি,
আমি কিন্তুই জানি ওগুলো নয় সব মেকি!
আমি জীবনের মাঝে খুঁজি সব অনুসন্ধান
আমি অনুসন্ধানের মাঝেও করি কিছু ফান।
হতে পারে এগুলো সবে আমার অবহেলা-
কিংবা হতে পারে এগুলো আমার বোকামী!
আমি কিন্তু মানুষটা নই খুবই খারাপ প্রকৃতির
আমার লেখায় ঝরে পড়ে তাপের অনুতাপ;
আমার হৃদয়ের মাঝে নেই  রাগে কোন ছাপ।
আমায় মন থেকে কখনো তাড়িয়ে দিও না,
আমায় তুমি হারিয়ে দিও না সুদূর নীলিমায়!
আমার তরে তুমি বন্ধ করে দিও না দুয়ার,
আমার যাবার মতো কোন জায়গা নেই আর
আমি বাঁচতে পারবো না এমন অবহেলা নিয়ে।