___ ____ অর্জন _________
__ এম এ মাসুদ রানা ____

সংবাদ পত্র পড়ে মনে হলো
দেশটা গেছে রসাতলে।
সোনা দেশে নারী ধর্ষণ হলে
ধর্ষক ধরা পরেনা কলে।

শিশুর সাথে বৃদ্ধা ধর্ষণ
চলছে ধর্ষণ দিনেরাতে।
স্বামীকে বেধে তার সামনে
স্ত্রী ধর্ষণ শেষে মেশে।

মায়ের সামনে মেয়ে ধর্ষণ,
ছেলের সামনে মা ধর্ষণ,
ধর্ষণ উৎসব ভেবে ধর্ষক
করে বেড়ায় সুখের বর্ষণ।

মেতেছে এমন হলি খেলায়
বিচার বিভাগের নেই গর্জন,
স্বাধীন দেশে লাভ করে হলো
কি তাহলে এটাই অর্জন?

সব মানুষের মনে ব্যাথা
হচ্ছে না কথা বলা।
অপরাধীর মুক্ত হয়ে করছে
দারুণ হলি খেলা।

হচ্ছে না তো কারো সাজা
নিত্য নতুন করছে পাপ,
তারাই নিচ্ছে ভিন্ন ভিন্ন সাজ
বিরুদ্ধে হচ্ছে না কাজ।

সবাই বলে এটা হলো আমাদেরই
বিশেষ কিছু অর্জন
তাই আইনের অজুহাতে করছে না
প্রশাসন এটাকে বর্জন।

রচনাকাল ৫/৭/২০১৯