"হে বিদ্বেষী! ঈর্ষার আগুনে আর কত দিবি জ্বালা তোর?
এই দুনিয়াতে মারো যদিও বা,পরকালে হবে পালা তোর।
.
তোর যেই গলা, দিতো দিলে জ্বালা, ঐ গলে বাঁধি মালা তোর,
ভাই হয়ে আজ ভাইয়ের মাংস চিবিয়ে হয়েছো চোগলখোর!
.
হুতামার ভীতি আনতি যদি বা, কঠিন হওয়া সে দিলে তোর,
চিরকাল যেথা, পুড়াবে রে ভ্রাতা, হৃদয়কে তিলে, তিলে তোর।
.
সূরা হুমাজাহ'তে এমন শাস্তি-বিধান রেখেছে খোদা তোর,
বিভু-ভয়ের এই ফেটে TNT, হোক হৃদয়টা কোহ-এ তুর।