আমি চলেছি একলা পথে লক্ষ হীনের মতো,
যদিও আমার সাথে কেহ নেই
তবু চলব অনবরত।
কেননা জানি এ পথ সত্য,
যদিও প্রভাতে
পুর্বকাশে উঠেনি আদিত্য।
সকলেই বলছে এ পথে নেই কোন ফায়েদা,
কিন্তু আমি স্পষ্ট দিবালোকের মতো দেখেছি
আকাংখিত উষার ওয়াদা।
যে পথে দেখেছি সত্যের সম্ভাবনা,
সে পথে নেই কোন
অসত্যের সমচ্ঞনা।
আমি সে পথে চলেছি,
যে পথ সত্যের এবং
অবিন্যাশী।