তুমি চোর, তুমি ডাকাত, সন্ত্রাসিনী তুমি,
মনকে করেছো চুরি, জানি না
হৃদয় তোমার কোমল নাকি পাথরের ভুমি।
জানি না তুমি কোন জাতি!
কোন দেববলে করো তুমি বিশ্বাস,
জানি না, কি তোমার নাম? কোথায় তোমার ঘর?
তবু বন্ধ হয়ে আসে কেন? আমার নিঃশ্বাস।

যেখানে শালিকের দল ছোটে হাউই পানে,
অনবরত ছোটে হরিণীর দল,
তোমাকে খুজে বের করবো সেই সীমাহীন নীরবতায়
মনে আছে মোর বল।
যেখানে রক্ত কমল দিঘির জলে,
ডালিমের শাখা বাতাশে টলে,
আমি খুজে নেব তোমায়,
সীমাহীন অচেনা তবু দেববলে।
তুমি কি হবে সেই স্বপ্নের শিমু?
হুমাউন স্যারের ছিল যেমন: দুরন্ত হিমু।

আমি জানি না, আমি চিনি না, কে তুমি?
নাকি মরিচিকার মতো দখল করো অপরের ভুমি?
আয়তলোচনা চক্ষু তোমার, হাসি তো নয় অজানা,
চেনা হবে কি কোন দিন? হে সীমাহীন অচেনা।