কেন? এ ব্যকুলতা আমার এই মনে,
সকাল সন্ধায় মজি তো সবার সনে।
কভু দ্বিপ্রহরে আমি থাকি লোকালয়ে,
সন্ধায় নামে  ঊষার মৃদু যে মলয়ে।
তবু কেন? মন চায় অচেনা অরণ্য,
সুবিশাল পৃথিবীটা যে ছোট কি জন্য?
নির্জনে থাকিলে আসে মোর চিন্তা রাশি,
মার্জিত এ রুচিবোধ হয় কেন বাসি?

ঘুরে ফিরে তখন বলি প্রভুর কাছে,
ভুতলে আছে যাহাই সব কিছু বাজে।
সৃষ্টা ছাড়া এ ভুবনে নেই কিছু আর,
ভুলোকে-দ্যুলোকে সব কিছুই যে তাঁর।
নয়নে-স্বপনে তিনি স্মরি আমি যার,
তিনিই মহান প্রভু এক করতার।