বন্ধু! ভাবছো তুমি, খারাপ এই পৃথিবীর
সকল মানুষ কিংবা কেউ,
তা নয়, মানুষ মানুষই, সকলেই ভালো
যে কিনা বিশ্ব নিন্দিত সেও।

মানুষের একমাত্র পরিচয়
সে একটা মানুষ,
হয়তবা, থাকে না অনেকের
ভালো মন্দের হুস।
হয়তবা কারো দ্বারা সমাজে হয়
বড় বড় ক্ষতি,
বন্ধু রেগ না, হয়ত ছিল না তার
অন্যকোন গতি।
হয়তবা বোঝেনা, হৃদ্রতা কারে কয়
ভালোবাসা কি?
বন্ধু ভেব না, হয়ত পাইনি সেই
সহমর্মতা, ব্যথিত হৃদয়টি।
ভাবছো! কেউ তো সন্ত্রাস, করে রাহাজানি
কিংবা মস্ত বড় খুনি,
আমরা দেয়নি তাকে ভালোবাসা
ফেলে দিয়েছি একাকিত্বে,
আমরা তার কাছেই ঋণী।
ভাবছো ও একজন পতিতা,
ধর্ষিতা নারী,
ভেবে দেখ বন্ধু, খুলে দেখ নিজ প্রাণ
জীবনে করেছো ক্ষতি কারি কারি।
ভাবছো ছেলেটা বড় দুষ্টু
তীত্ব তার কন্ঠস্বর,
কোন পোড়া মুখি তারে
দেয়নি হৃদ্রতা,
দিয়েছিল অভিশপ্ত বর।

মানব হৃদয়ের চেয়ে সুন্দর কিছু নাই,
যদিও এটা সাময়িক
কলুষিত হয়।