চার দিকে শূন্য,
যখন বেকারত্বের অভিশাপে
জীবনটা পরিপূর্ণ।
কখনো মনে হয় আমি এই পৃথিবীর রাঁজা,
এই বিশাল মরুভুমে আমি একাই
নেই কোন প্রজা।
কেননা দেই না কাহারো কোন কর,
যদিও নেই কতৃত্ব্যের,
কোন অধিকার।
চলেছি একা,
জীবনটা মনে হয় এক
রেলগাড়ির চাকা।
যেটা চলার পথে নেই ইন্টিশন,
চললেই চলতে পারে
এটা আমরণ।
জানিনা কিভাবে চলছে মোর জীবন ধারা,
অপেক্ষায় হয়ত হতে পারে,
সর্বজন হারা।