আমি ভালোবাসি এই দেশের মাটি,
সবুজ শ্যামলে ভরা
সে তো সোনার চেয়ে খাটি।
যেখানে কলমি লতার শাখে ফোঁটে
নব-রুপবতি শত ফুল,
সে দেশের ভালোবাসায়, আমার
হয়েছে কি কোন ভুল?
যেখানে বনের মাথায় শত কলগান,
এমন মায়াবতি সুন্দর একদেশ
সৃষ্টার সুন্দর অবদান।
যেখানে কালো মেঘের উপর
উড়ে যায় বলাকার দল,
যেখানে লক্ষীপেচার আগমনে
গাছের শাখা হয়ে যায় দুর্বল।

যেখানে মেষের রাখাল
বাজায় বাশের বাঁশি,
পল্লির শত কৃষাণী দল
শুনিতো তাহা আমি।
যেখানে মাল্লা-মাঝিরা গেয়ে যায়
জীবনের জয় গান,
সহ্য শ্যামলে ভরা এই বাংলা
মায়ের অবদান।
আমি ভালোবাসি এই দেলের মাটি,
কেননা সোনার চেয়ে খাঁটি।