সকল বন্ধু যখন দুরে সরে যায়,
মানব হৃদয় যখন নিঃসংগ
ও নীরব হয়ে যায়।
তুমি তখন চলে আসো,
কভু না মানব হৃদয়কে
তুমি ভালোবাসো।
বলবো না এটা তোমার নিষ্ঠুরতা,
কারণ জীবনটা তোমার
মানেই বর্বতা।


অসহায় মানুষ তোমাকেই স্মরণ করে,
তৃনেত্রের অশ্রু যখন মানুষের
হৃদয়ে না ধরে।
পূড়িয়ে দাও, তোমার জলন্ত শিখায়,
হৃদয়ে দুঃখ যেন মানুষকে
কুড়ে কুড়ে না খায়।
দান কর দুশ্চিন্তা গ্রস্থ মানুষকে তুমি,
শান্তিময় দুর্গন্ধযুক্ত
একটা স্বাধীন ভুমি।


তোমার কদার্যতা আমার পারফিউমের
মত ভালো লাগে,
উদাসীনতায় সুপ্ত হৃদয় হটাৎ
করে জাগে।