তুমি সুধাও মোরে জানলা ধরে
বসে থাকো কার আশাতে
আমি বলি এই যে আমি
তাকিয়ে আছি তোমার পানে


তোমারে দেখার পরে
উঠলো যে ঝড়
বাজলো যে সুর হৃদ মাঝারে
তোমারে না পেয়ে উদাসী মন
খুঁজে ফেরে আপনারে


তাকিয়ে দেখছি যে সব
কোথা ঐ পড়ছে যে ছাপ
তোমার কোমল চরনতলে
লুকিয়ে রাখবো সে ছাপ
বুকের মাঝে যতন করে


তুমি আসবে বলে
সন্ধ্যা রাতে পুকুর পারে
বসে থাকি প্রদীপ হাতে
স্মৃতি করে রাখবো সবি সংগোপনে।