আমিও ছিলাম একা
       তুমিও ছিলে একা
ছোট্ট পৃথিবীতে
        হয়নি কভুও দেখা
কতগুলো বসন্ত
        একাকী চলে গেল
ক্ষন জীবন স্রোতে
        কত প্রেম গেল ভেসে
আমি শুধু দেখেছি চেয়ে
        পড়ি নিতো কারও প্রেমে
রাখিনি কারও হাত হাতে
        একান্ত আপন করে
জমিয়ে রেখেছি সবি
        আসবে যখন তুমি
উজাড় করে দেব আমি
        জমানো সকল অনুভূতি
অবশেষে তুমি এলে
        বৈশাখ এর বিকেলেতে
সাদা শাড়ি আর লাল পাড়ে
        রঙ্গিন চুড়ি আর খোলা চুলে
অপলক নয়নেতে
        বোবা পথিক হয়ে
দাঁড়িয়ে আমি শূন্যতারই মাঝে
        কি জানি কি হয়ে গেল
কোথায় কি নড়ে গেল
               প্রাণ পূর্ণতা পেল।