আমি সুখী হতে চাই
কোথা সুখ খুঁজে নাহি পাই
কত শত শ্রম,কত অক্লান্ত পরিশ্রম
তবু সুখ নাহি পাই, ভাবি সবি পণ্ডশ্রম


ভাবিতাম আমি
উঁচু অট্টালিকায় থাকেন যারা
নামি দামি গাড়িতে চড়েন যারা
সদা বিদেশে ঘোরেন যারা
তারা বুঝি সুখী


কাছে গিয়ে দেখি,এ বেচারা ও দুঃখী
গাড়ি,বাড়ী,অজস্র টাকা কড়ি
সবি আছে ভরি ভরি
তবু হতে চায় সে সুখী!
আমি অবাক হইয়া ভাবি
কে তবে সুখী?


সুখ বলে আমি কি কোন দাসী?
টাকা দিলেই হব তোমার সঙ্গিনী
যত উচুতেই তোল আপনারে
পাবেনা মোরে নিজের ও চারিধারে
থাকি আমি বহুদূরে
পাবে মোরে যখন বাঁচিবে মানুষের ও তরে


বোকা হয়ে আমি শুধু ভাবি
ছোটলোক বড়লোক সবি তবে ফাঁকি
সব শ্রেনী পেশাতেই আছে কিছু সুখী
উল্লাসে মাতিয়া বলি
আরে,আমিও যে সুখী।