পেটের দায়ে আছি ঠাকুর
ভাত না জোটে সকাল দুপুর
নিজের কথা ভাবছি না আর
সন্তান যে মোর সবার উপর
সারাটা দিন খেটে পুড়ে
দু-চার টাকা যাওবা জোটে
এতগুলো পেট তাও না ভরে
দায়ে পরে তোমার হাতে
একটা ছেলে দিলাম সঁপে
কাজ কর্ম সব করবে ঠাকুর
পাবে না তার কোন কসুর
মা ছাড়া সে রই নে কভু
যক্ষের ধন মোর তাই তুমিই প্রভু