ধর্ম আমার অধিকার
কোন ধর্মের আমি
বলিতে হয়না করিয়া চিৎকার
খোদা ভালো জানে তুমি কার


স্রষ্টা কি তবে এত অসহায়
আপন সম্ভ্রম রক্ষায় সেই নিরুপায়
ধর্ম কোথায় বলিয়াছে এ কথা
পালন কর ধর্ম দিয়ে অসহায়রে ব্যথা
যাকে জ্বালিয়ে ভাবছো স্রষ্টার সন্তুষ্টি
হায় মূর্খ মানব সেও যে স্রষ্টারি সৃষ্টি


ছোট থেকে বড় হলাম যে আঙ্গিনাতে
ভেদাভেদ দেখিনি কভু মাওলনা পুরোহিতে
এমন বাংলাও কভু দেখিনিতো আগে
মুখ লুকাই লজ্জা অপমানে
বন্ধু দাদা দিদি ভাই
কেমনে মেলাব চোখে চোখ
ভেবে নাহি পাই


ক্ষমা করো মোরে
আমি বড় নিরুপায়
দু-হাত তুলে শুধু
বলি প্রার্থনায়
বাঙ্গালী স্বত্বা জাগুক প্রাণে
আবার স্ব স্ব মহিমায়।