অনুভূতির সব রং জেনেগেছে তোমাকে কি রঙে রাঙাতে হবে।
তারারাও আজ জানে কিভাবে তোমার মন রাঙাবে।
শুধু আমার এই মনে ক্ষনে ক্ষনে আহরনে তোমারই
স্মৃতি ভেসে বেড়ায় এই শহরের প্রতিটি কোনো।
তোমার হাসির রেষ ছড়িয়ে থাকে বাতাসের কানে কানে।
ঘুঘু পাখি ডেকে তোমার হাসির শব্দ ছন্দে ছন্দে বনে।
আসলে কি জানো এসব সত্যি ঘটে কিনা জানি না তবে অনুভুতির ছন্দ আমার মনে মনে।
আজ তোমাকে নিয়ে প্রতিটি স্বপ্ন যেনো পাখির পালকের মতো আকাশে ঝরে কিন্তু পরে মাটি নাকি পানিতে পরে তার কোনো নেই ঠিকানা।
এতো অনিশ্চয়তার জীবনে তোমাকে ঘিরে হাজার গল্প কথা পুুষি বুকের কোঠরে অনুভূতি ছন্দে।
আমার যত আক্ষেপ কাটে তোমার ছোট্ট কথার স্মরনে।
আমি বিশ্বাস করি এ অনুভূতির ছন্দে জীবনের কোন এক্ষনে আমাদের হৃদয়ে জমানো বিন্দু বিন্দু ভালোবাসা তাদের অপেক্ষার দিন গুলো ফুরাবে।
ফুরিয়ে যাবে জীবনের শত আক্ষেপ ঘোচাবে অন্ধকার প্রয়োজন শুধু আলোর, যে আলোয় আসবে কোনো এক শুভ্রতা ছড়ানো সকাল।