মহামানব আসা এখন সময়ের দেখা পরিবেশ-
আসবেন কি হেদায়াত প্রাপ্ত নেতা- দরবেশ।
আসবেন কি একালে  এক চক্ষু বিনাষকারী,
আর কত দিন পর আসবেন সাহয্যকারী।
বিপথগামী জনপথকে পথ দেখাতে ফের,
পরিবেশ যেন কেমন হয়ে গেছে মানবের।


মানবতা আজি সরবে-নিরবে কান্দে,
সততা ন্যায়  সুজন বাতিলের ফাঁন্দে ।
ঐক্য আজি ভাঙ্গা আয়নার জ্বল-জ্বল টুকরা,
যে যার জ্ঞানে-ধ্যানে দলে দলে নিজেই সেরা ।
দ্বীণের স্বার্থে  দেয় নাতো বিসর্জন পদমর্যদা খ্যাতি,
এ কেমন তোমার দ্বীণের সেবা শুধু ভন্ডামী মহতি।


তাই আজ তাজা প্রাণ ঝরে ডুকরে কাঁদে পরিবার,
ওরা তোমাকে নয় তোমার দ্বীণকে বিলিন করিবার।
সদা ফন্দি আটে আড়ালে ফেলে কড়া কু-দৃষ্টি,
ক্ষমতা পিপাসু দুনিয়ার যত হারামী শাসকগুষ্টি।
রাখতে ক্ষমতা যে কৌশলে আম জনতার করে ক্ষতি,
ঐক্য নাই তাই- নিন্দনীয় গন্তব্যে আজ নন্দিত জাতি।