জীবনের ক্ষতিতে-
সুখ টানের গতিতে,
ছেয়ে যায় বিষ ধোঁয়া ঘরদোর ছাতিতে।


মা মোরে বলে ডাকি-
কিসের ধোঁয়া সোনা-পাখী,
মশার কয়েলের ধোঁয়া মা, মাকে আজ দিলাম ফাঁকি।


মা বলে খোকা আমার-
এমন মশার কয়েল আর,
জ্বালাবেনা, জ্বালালে মশার হবে ক্যান্সার।


সংগলশী, নীলফামারী
রচনাকাল 0৮-0৫-২০১৭ ইং