উৎসর্গেঃ বাংলা কবিতার সকল পাঠক ও কবিদের জন্য


কা-ব্য  মধুর কোন সে যাদুর কে সে কবি বীর,
জী-বন  মুখী সুখী দুখী বিপ্লবী আর বিদ্রোহীর।


ন-য়া  সৃষ্টি আগাম দৃষ্টি তাঁর কবিতায় পাই,
জ-গৎ  দেখি মুঠোয় পুড়ে সত্য আজি তাই।
রু-খে  দাড়ায় সব অন্যায় পদদলিত করে,
ল-ঘুতর  আসন পাতি (মনে) মজলুমতরে।


ই-চ্ছে  আশা পুরন খাসা মসজিদের ওই পাশে,
স-মতাবানে  তব পানে তাইতো ছুটে আসে।
লা-খো  সেরা হয়েছে যারা তুমিও এক সেরা বীর,
ম-হা  মহিয়ান করে যেন দান চির-শান্তির নীড়।


সংগলশী, নীলফামারী
রচনাকাল ১২-0৭-২০১৭ ইং