আকাশ তুমি কাঁদো কেন?
                         বৃষ্টির জল হয়ে,
  বাতাস তুমি বয়ে চলো কেন?
                            প্রবল প্রবাহে।
  সূর্য তুমি রেগে থাকো কেন?
                          গোমড়া মুখ করে,
    চাঁদ তুমি হাসো কেন?
                        সারারাত্রি ধরে।
  তারা তুমি জ্বলজ্বল করো কেন?
                         আমার দিকে চেয়ে,
     মাটি তুমি নিশ্চুপ কেন?
                        কথা বলেছো না যে।
  মানুষ তুমি অত্যাচারী কেন?
                          মানুষের উপরেই,
  সমাজ তুমি দৃষ্টিকটু কেন?
                           নারীর দিকে চেয়ে।
  সবাই এতো আলাদা কেন?
                          বলতে পারে কে!
  আমরা কিন্তু সবাই জানি,
                          ভেবে বলো তো কে?