ওহে বালিকা ! কে তুমি ?
                         কে, হে তুমি যে আমারো পাণে চাহিয়া,
                                        কিঞ্চিৎ হাসিয়া চলিয়া গেলে।
                আমি যে পারিনে তোমারে ভুলিতে
    কেবলই খুঁজিয়া ফিরি,
                     জানিতে চাহি যে,
              কি তোমার অভিপ্রায়?
          হাসিয়া, অকারণে গেলে চলিয়া!
                      কেনো ?
         হাজারো প্রশ্ন রহিয়াছে আমার মনে ,
              প্রশ্ন তো আপনার প্রতি !
কেনো ,
        তুমি হাসিয়া চলিয়া গেলে ?
                    আমি কি তোমারে চিনি ?
               তোমার কথা যে ভাবিতে চাহিনে ,
     তবু কেন হে ; প্রশ্নখানি মগজে
           আতিপাতি করিয়া ঘুরিয়া বেড়াচ্ছে !
      কেনো ,হে বালিকা কেনো ?
            কেনো আমার পাণে চাহিয়া হাসিলে?