আমি মারা যাবার সময় তোমরা কেন খোদা কে ডাকছো?
এতো তুচ্ছ বিষয়ে তাকে বিরক্ত করো না,
বরং মৃত্যুর পরে আমার জন্য প্রার্থনা কর, বিধাতাপুরুষকে জানিয়ে দিও আমার শেষ ইচ্ছা।


কাফনের নিচে উলঙ্গ শরীর আর শীতল দেহ
যেভাবে স্তব্ধ হয়ে শুয়ে আছে,
তোমরা কি পারো না এভাবে নীরব থাকতে?
কয়েক মুহূর্তের জন্য যাও চুপ হয়ে -
শোনো, নিঃশ্বাস যখন ফুসফুসে পৌছায় না-
কেমন গোঙানির শব্দ হয়,
শেষবার চোখের চাহুনি কিভাবে আটকে যায়,
অচঞ্চল চোখের তারা কিভাবে চেয়ে থাকে -
কথা বলতে গিয়ে কেমন ভারি হয়ে ওঠে রসনা।


দেখো কিভাবে পা, পা থেকে হাত, হাতের আঙুল-
সব শেষবার নড়ে উঠে নিশ্চুপ হয়ে যায়,
স্মৃতিগুলো ঘোলাটে হতে হতে আঁধারে মিলিয়ে যায়,
এসো একসাথে মৃত্যু দেখি, মৃত্যু কেও উপভোগ করা যায়।


আমি তো চেয়ে ছিলাম -
এরকম এক মনোরম সন্ধ্যায় আমার মৃত্যু হোক,
আমি তো চেয়ে ছিলাম-
এমনই এক সমুদ্রের তীরে জাহাজের পাদদেশে-
আমার মৃত্যু হোক,
যেখানে আজরাইলের কানে বাজবে
এমনই ঢেউয়ের ভয়াতুর গর্জন,
প্রাণ নিয়ে সাদা মেঘে ভেসে যাওয়ার সময় তাঁর মন খারাপ হবে,
তবুও নিয়ে যাবে আমায় তোমার থেকে নক্ষত্র সমান দূরে।