সব নিয়ম নীতি তুচ্ছ
আমি চাই মুক্তি আর ভালবাসা।
খরার কাঠফাঁটা রৌদ্রের দিন
আমার হোক তা চাইনা,
আমি চাই নির্মল এক বুক
বিশুদ্ধ  সৌরভ আর বাতাস।
আমি চাইনা ধর্ম ব্যবসায়ীর
অন্ধ ভক্ত হয়ে
ঈশ্বর কে ভুলে যেতে
আমি চাই ঈশ্বর খোঁজ পেতে
আর ঈশ্বর এর ঠিকানা।
ধনীর লোভাতুর লকলকে জ্বীব
আমি দেখতে চাইনা,
আমি চাই সবর্হারা মানুষের
ধৈযর্্য ভরা চোখ।
আমি বলতে চাইনা
কোথাও নেইকো সুখ
আমি চাই সবাই বলুক
সুখের আয়না
দেখতে পাইনা বলেই
আমাদের এতো অসুখ।


__"সুখের আয়না"